সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ইস্পাত উৎপাদনে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০২০ 

news-image

গত ইরানি বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২০) ইরানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি।

উল্লিখিত সময়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে অ্যালুমিনিয়াম বারের উৎপাদন কমেছে ১৬ দশমিক ২ শতাংশ। অন্যদিকে দেশটিতে আগের বছরের একই সময়ের তুলনায় ওই সময়ে সিমেন্ট উৎপাদন বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, ইরানে বছরের প্রথম ১১ মাসে ইস্পাতপণ্য উৎপাদন হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টন। আগের বছরের একই সময়ের তুলনায় যা সাড়ে পাঁচ শতাংশ বেশি।

দেশটিতে উল্লিখিত ১১ মাসে ৫ কোটি ৫৭ লাখ ৬ হাজার টন সিমেন্ট উৎপাদন হয়েছে। উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ২ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।