মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ইস্পাত উৎপাদন বেড়েছে সাড়ে ৮ শতাংশ

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২৩ 

news-image
গত ইরানি ক্যালেন্ডার বছরের তুলনায় ১৪০১ সালে (২০ মার্চ যা শেষ হয়েছে) ইরানের ইস্পাত উৎপাদন ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ইরানি ইস্পাত উৎপাদনকারী সংস্থার (আইএসপিএ) একজন কর্মকর্তা ভাহিদ ইয়াঘুবি এই তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্যমতে, দেশটির ইস্পাত উৎপাদন গত বছরে ৩০ দশমিক ৪ মিলিয়ন টনে পৌঁছায়। এর আগের বছর ১৪০০ সালে উৎপাদন হয় ২৮ মিলিয়ন টন। খবর আইআরআইবির।
ওই কর্মকর্তা আরও জানান, দেশে ইস্পাত উৎপাদনও আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন) সাড়ে দশ শতাংশ বেড়েছে।
ইয়াঘুবি অনুমান করেন, চলতি বছরে ইরানের ইস্পাত উৎপাদন ৩২ মিলিয়ন টনে পৌঁছবে।
সূত্র: তেহরান টাইমস।