মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আলোচিত গবষকদের মধ্যে নারীদের অবদান বাড়ছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৪ 

news-image

ইরানের ৪ হাজার ৮১৮ জন সর্বাপেক্ষা আলোচিত গবেষকের মধ্যে নারী পণ্ডিত রয়েছে ৬৬৫ জন। দেশটির সবচেয়ে আলোচিত গবেষকদের মধ্যে ১৩ শতাংশেরও বেশি হচ্ছে নারী। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন (আইএসসি) ইনস্টিটিউটের প্রধান আহমদ ফাজেলজাদে এই তথ্য জানান।

বিগত ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২৩ – মার্চ ২০২৪) ইরানের সবচেয়ে আলোচিত গবেষকদের মধ্যে ১২ দশমিক ৭৫ শতাংশ ছিল নারী৷

ইরানের স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই খাতে দেশটির নারী গবেষকদের অবদান ২৯ দশমিক ৫৭ শতাংশ। খবর ইরানি বার্তা সংস্থা ইরনার

আইএসসির সাম্প্রতিক প্রতিবেদন মতে, বিশ্বের শীর্ষ এক শতাংশ গবেষকের তালিকায় মোট ১৭৭ জন ইরানী নারী গবেষককে কৃষি বিজ্ঞান, ক্লিনিকাল মেডিসিন, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং টক্সিকোলজি, নিউরোসায়েন্স অ্যান্ড সাইকোলজি, ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, সাইকিয়াট্রি/সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স, সোশ্যাল সায়েন্স, জেনারেলিটিস, ফিজিক্স, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, ইমিউনোলজি ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইরানে উদ্ভাবনে ২৪ শতাংশের বেশি নারীদের অবদান রয়েছে

ইরানের মহিলা ও পারিবারিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজারের মতে, বিশ্বব্যাপী গড় ১৭ শতাংশ নারী উদ্ভাবকের তুলনায় দেশে উদ্ভাবনে নারীদের ২৪ শতাংশেরও বেশি অবদান রয়েছে।

“দুর্ভাগ্যবশত, মাত্র ১২ শতাংশ উদ্যোক্তা এবং স্টার্ট-আপ নারীদের দ্বারা প্রতিষ্ঠিত। আমরা আশা করি যে বর্তমান প্রশাসনের শেষ নাগাদ উদ্যোক্তায় নারীর উপস্থিতি ৩০ শতাংশে পৌঁছে যাবে,”  বলেন তিনি।  সূত্র: তেহরান টাইমস