সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আর্থিক প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: বিশ্বব্যাংক

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৮ 

news-image

মধ্যপ্রাচ্যের উদীয়মান অর্থনীতির দেশ ইরানের ২০১৮ সালে ৪ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি হবে বলে নতুন করে ভবিষ্যদ্বাণী করেছে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটি ইরানের অর্থনীতির ওপর সর্বশেষ বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে। এর মাধ্যমে আগের ভবিষ্যদ্বাণীকে সংশোধন করেছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি এর আগে ভবিষ্যদ্বাণী করেছিল ২০১৮ সালে ইরানের আর্থিক প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ১ শতাংশ। বর্তমানে সেখান থেকে কমিয়ে ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করছে বিশ্ব ব্যাংক।

এছাড়াও আন্তর্জাতিক এই সংস্থাটি ঘোষণা করেছিল ২০১৭ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। ২০১৮ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।