ইরানের আমদানি পণ্যের শীর্ষে অটো পার্টস
পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/04/04-ff-imports_411-ab.jpg)
গত ইরানি অর্থবছরে ইরানের আমদানি পণ্য সামগ্রীর শীর্ষে ছিল অটোর যন্ত্রাংশ। গত বছর টায়ার ছাড়া সর্বমোট ২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের অটো পার্টস আমদানি করছে দেশটি। যা অন্যান্য যে কোনো আমদানি পণ্যসামগ্রীর চেয়ে বেশি ছিল। তেহরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচার এর তথ্য উপাত্তে এই চিত্র দেখা গেছে।
তেহরান চেম্বার অব কমার্সের তথ্য মতে, উল্লিখিত সময়ে ইরানের সর্বমোট আমদানি পণ্যসামগ্রীর ৫ দশমিক ৩ শতাংশ ছিল অটোর যন্ত্রাংশ। অর্থাৎ গত ফারসি বছরে অটোর যন্ত্রাংশ আমদানিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
গত বছর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য সামগ্রী ছিল শস্য। ওই বছরে দেশটি ১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের শস্য পণ্য আমদানি করেছে। যা ইরানের মোট আমদানি পণ্য সামগ্রীর ৩ শতাংশ।
সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।