ইরানের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় তিন শতাধিক সমবায় সংস্থা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/01/4798861-1.jpg)
ইরানের সমবায় মন্ত্রণালয়ের সমবায় বিষয়ক প্রধান বলেছেন, গেল বছর ২১ মার্চ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ৩১১টি সমবায় কোম্পানি এবং ইউনিয়ন অংশগ্রহণ করেছে।
ইরানের রাসায়নিক (রাসায়নিক শিল্প ও উপকরণ) প্রদর্শনীর প্রথম আন্তর্জাতিক মেলা পরিদর্শনের সময় বক্তব্য রাখতে গিয়ে হামেদ ভেইস কারামি এই তথ্য জানান। তিনি বলেন, সমবায় মন্ত্রণালয় কোম্পানিগুলির ব্যবসায়িক কার্যক্রম প্রসারের সাথে সাথে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের পথ প্রশস্ত করতে চায়।
এই ধরনের প্রদর্শনীতে যোগদান সমবায় কোম্পানিগুলিকে পণ্য অন্য দেশে রপ্তানির জন্য চুক্তি সম্পাদন করতে সক্ষম করবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র: মেহর নিউজ