ইরানের আকাশ হয়ে আন্তর্জাতিক বিমান চলাচল বেড়েছে ৬০ ভাগ
পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২১

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২২ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ইরানের আকাশপথ ব্যবহার করে ৬৬ হাজার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬০ ভাগ বেশি।
ইরান এয়ারপোর্টস কোম্পানির (আইএসি) পরিসংখ্যান মতে, ইরানি বছর ১৪০০ সালের প্রথম ছয় মাসে (২২ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ইরানের আকাশ পথ দিয়ে মোট ৬৫ হাজার ৯৩৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। আগের বছরের একই সময়ে যেখানে দেশটির আকাশ পথ দিয়ে ৪১ হাজার ২৫টি ফ্লাইট পরিচালিত হয়। আইএসির প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় ইরানের আকাশ পাড়ি দিয়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ২ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।