রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অর্ধেকের বেশি রপ্তানি হয় আমিরাত, চীন ও ইরাকে

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২০ 

news-image

২০১৮ সালে ইরানের তেলবহির্ভূত পণ্যসামগ্রীর মোট রপ্তানির ৫৪ শতাংশ আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), চীন ও ইরাক। ইরানের সংসদীয় গবেষণা কেন্দ্র (আইপিআরসি) এই তথ্য জানিয়েছে।

আইপিআরসি এর প্রধান মোহাম্মাদ কাসেমি জানান, ইরানের রপ্তানি টার্গেট বাজারের প্রতি তুলনামূলকভাবে শক্তিশালী নজর দেয়া হয়। ফলে দেশটির তেলবহির্ভূত মালামাল রপ্তানিতে উল্লিখিত তিন দেশের অবদান দাঁড়ায় ৫৪ শতাংশে।

আইপিআরসির তথ্যমতে, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীন, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া- এই তিন দেশ থেকে ইরান প্রায় ৪২শতাংশ আমদানি করে। একইসময়ে দেশটি ৭০ শতাংশ পণ্য আমদানি করে দশটি দেশ থেকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।