ইরানের অনন্য পর্যটন আকর্ষণ ‘বাদাব-ই সার্ত’
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২১
ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের একটি অসাধারণ প্রাকৃতিক স্থান ‘বাদাব-ই সার্ত’। প্রাদেশিক রাজধানী সারি থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।
কয়েক হাজার বছর ধরে দুটি গরম খনিজ ঝর্না থেকে প্রবাহিত পানি শীতল হয়ে এবং কার্বনেট খনিজ জমা করে পর্বতের পাশে সোপান সৃষ্টি করেছে। সব মিলিয়ে স্তরে স্তরে তৈরি করেছে অসাধারণ এক ভূ-দৃশ্য।
দুটি ঝর্নার মধ্যে একটি খনিজ গরম ঝর্নায় লবণাক্ততার কারণে শীতকালে সেখানে পানি বরফ হয় না। এই ঝর্নার ১৫ মিটার ব্যাসের একটি পুল রয়েছে। সাধারণত গ্রীষ্মকালে সাঁতারের জন্য এই পুলটি ব্যবহার করা হয়।
আরেকটি ঝর্না অম্ল, লাল এবং কমলা রংয়ের এবং এটি শিলার গভীর থেকে মাটিতে আয়রন অক্সাইড ছড়িয়ে দেয়।
‘বাদাব-ই সার্ত’ বিশ্বের দ্বিতীয় সল্টওয়াটার ঝর্না হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রথমটি হচ্ছে তুরস্কের পামুক্কালে ঝর্না। এখানে আলাদা আলাদা স্বাদ, গন্ধ এবং পানির পরিমাণের বিচিত্র রকমের ঝর্না রয়েছে। সূত্র: তেহরান টাইমস।