ইরানে হাইপার মার্কেট নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করবে চীন
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০১৭
ইরানে নির্মাণ সামগ্রীর একটি হাইপার মার্কেট নির্মাণ প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে চীনা প্রতিষ্ঠান। বেইজিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ তথা বিসিইজি এ অর্থায়ন করবে।এ বিষয়ে ইরানিয়ান ওমরান হোল্ডিং গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বিসিইজি। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে সমঝোতাটি সই হয়েছে।
ইরানিয়ান ওমরান হোল্ডিং গ্রুপ দেশটির সিভিল সারভেন্ট পেনশন অর্গানাইজেশন (সিএসপিও) এর সহায়ক প্রতিষ্ঠান।সিএসপিও এর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
সিএসপিও এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ এসলামিয়ান, ইরানিয়ান ওমরান হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেইন করিমি ও বিসিইজি এর একজন পরিচালকের মাঝে সমঝোতাটি সই হয়।
চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের ১৫ শতাংশ সরবরাহ করবে সিএসপিও এবং বাকি অর্থ দেবে চীনের বিসিইজি।
স্বাক্ষর অনুষ্ঠানে করিমি জানান, পূর্ব তেহরানের ৯০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে হাইপার মার্কেটটি নির্মাণ করা হবে। সূত্র: তেহরান টাইমস।