ইরানে শুরু হচ্ছে পোলিশ চলচ্চিত্র সপ্তাহ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০১৯

আগামী সপ্তাহে ইরানে শুরু হচ্ছে পোলিশ চলচ্চিত্র সপ্তাহ। রোববার ইরানিয়ান আর্টিস্ট ফোরামে এই উৎসব শুরু হবে। সপ্তাহ্যব্যাপী চলচ্চিত্র উৎসবে পোলিশ চলচ্চিত্রকারদের নির্মিত ছবি দেখানো হবে। মঙ্গলবার আয়োজকেরা এই ঘোষণা দিয়েছেন।
উৎসবে দেখানোর জন্য সাতটি ফিচার ছবির তালিকা করা হয়েছে। এই তালিকায় রয়েছে নির্মাতা লুকাসজ পালকৌসকির ‘গডস’, ওয়ালদেমার কিরজিসতেকের ‘এইটটি মিলিয়ন’ ও অ্যান্দ্রজেয ওয়াজদার ‘কাটিন’।
তালিকায় আরও রয়েছে জারজি স্টুহরের ‘বিগ অ্যানিমেল’, আগনিয়েসজকা হল্যান্ডের ‘স্পুর’ এবং জোয়ান্না কোস-ক্রাউজে ও কিরজিসতোফ ক্রাউজের যৌথ পরিচালনার দুই ছবি ‘পাপুসজা’ ও ‘বার্ডস আর সাইনিং ইন কিগালি’।
তেহরানে পোল্যান্ড দূতাবাসের সহযোগিতায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে ইরান’স আর্টস অ্যান্ড এক্সপেরিয়েন্স সিনেমা। ইসফাহানের সিটি সেন্টার সিনেপ্লেক্স ও শিরাজের গোলেস্তান সিনেপ্লেক্সে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে ছবিগুলো দেখানো হবে। এছাড়া চলচ্চিত্র সপ্তাহে তেহরান, ইসফাহান ও শিরাজে ছবির যৌথ প্রযোজনার ওপর কর্মশালা অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।