শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে শুকনো ফলের রফতানি বৃদ্ধি ৪২ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ 

news-image

ট্রেড প্রোমোশন অব ইরান এক ঘোষণায় জানিয়েছে গত ফার্সিবছরে শুকনো ফলের রফতানি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ট্রেড প্রোমোশন অব ইরানের ডিজি মাহমুদ বাজারি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও করোনাভাইরাস সত্ত্বেও শুকনো ফলের রফতানি শুধু পরিমানে নয় আর্থিক মূল্যের দিক থেকেও গত ফার্সি বছরের আগের বছরের চাইতে বেড়েছে। ওই বছর ৭ লাখ ৭৬ হাজার টন শুকনো ফলের রফতানি বাবদ ২.৩৬ বিলিয়ন ডলার আয় হয়। কিন্তু এরপর গত বছর রফতানি আয় এখাতে বৃদ্ধি পেয়েছে। চীন, আমিরাত, ভারত, তুরস্ক, ইরাক, পাকিস্তান, জার্মানি, রাশিয়া, কাজাখাস্তান, ভিয়েতনাম ও আফগানিস্তানে ইরানের এসব শুকনো ফল মূলত রফতানি হয়ে থাকে। ১৩৯৯ ফার্সি বছরে ইরান ১১২ মিলিয়ন টন পণ্য রফতানি করে ৩৪.২৫ বিলিয়ন ডলার ও ৩৪.৪ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে এবং এজন্যে ব্যয় হয়েছে ৩৮.৪ বিলিয়ন ডলার। মেহর