শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে শাখা খুলছে ওমানের মাস্কাট ব্যাংক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শাখা খুলতে যাচ্ছে ওমানের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান মাস্কাট ব্যাংক। গত মাসে ইরানের ওপর থেকে  অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার পর এই প্রথম তেহরানে কোনো আন্তর্জাতিক ব্যাংকের কার্যক্রম শুরু হচ্ছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে টাইমস অব ওমান।

ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হওয়ায় সামনের দিনগুলোতে দুদেশের মধ্যে অর্থনৈতিক কাজ বেড়ে যাবে এবং এ লক্ষ্যেই ওমানের মাস্কাট ব্যাংক তেহরানে শাখা খোলার উদ্যোগ নিয়েছে। অবশ্য অবরোধ চলাকালেও বিদেশি ব্যাংকগুলো তেহরানে তাদের কার্যক্রম চালু রাখে। কিন্তু ৬ জাতির সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি হবার পর এই প্রথম নতুন কোনো বিদেশি ব্যাংকের শাখা তেহরানে চালু হতে যাচ্ছে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন