শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে মাথাপিছু মাছের ভোগ ১৩ কেজি

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২০ 

news-image

ইরানে মাথাপিছু মাছ ভোগের পরিমাণ ১৩কেজি বলে জানিয়েছেন দেশটির মৎস্য সংস্থার (আইএফও) প্রধান নাবিউল্লাহ খুন-মিরজায়েই। এই খবর দিয়েছে আইআরএনএ।

এরআগে মিরজায়েই জানিয়েছিলেন, গত ফারসি বছর (২০ মার্চ ২০১৯ থেকে ১৯ মার্চ ২০২০) ইরানে মাছ উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ২৮ মিলিয়ন টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এই কর্মকর্তা আরও জানান, গত বছর ইরানের লক্ষ্যমাত্রা ছিল ১ দশমিক ২৫ মিলিয়ন টন মাছ উৎপাদনের। সেখানে উৎপাদন হয়েছে ১ দশমিক ২৮ মিলিয়ন টন। নিষেধাজ্ঞা সত্বেও এবং আগের বছরের চেয়ে জটিলতা তৈরি হওয়ার পরও এই উৎপাদন সম্ভব হয়েছে। গবেষণা ও বেসকারি খাতগুলোর সহায়তায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন সম্ভব হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।