মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে মহাকবি ফেরদৌসি দিবস পালিত

পোস্ট হয়েছে: মে ১৬, ২০২২ 

news-image

ইরানে পালিত হল মহাকবি ফেরদৌসির জাতীয় স্মৃতি দিবস। ফারসি বছরের ২৫ উরদিবেহেস্ত হিসেবে এবছর ১৫ মে (রোববার) প্রভাবশালী ফারসি কবি ও ফারসি মহাকাব্য শাহনামার এই জনককে স্মরণ করা হয়।ফারসি ২৫ উরদিবেহেশত তাঁর জন্মদিন। এ উপলক্ষে ইরানে এই দিনকে “জাতীয় ফেরদৌসি দিবস” হিসেবে উদযাপন করা হয়।প্রাচ্যের ‘হোমার’ খ্যাত ফারসি সাহিত্যের সেরা কবি আবুল কাসেম ফেরদৌসি ছিলেন ইরানের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাথার সার্থক রূপকার। তার বিচিত্র ও বিশিষ্ট অবদানকে স্মরণ করে এই দিবস উদযাপনের প্রচলন দীর্ঘদিনের।  আবুল কাসেম ফেরদৌসি ৯৪০ খ্রিস্টাব্দে খোরাসানের তুস নগরীর অন্তর্গত তাবরানের বায নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত বীরত্বগাথা শাহনামা রচনার মাধ্যমে তিনি ইরানিদের জাতিসত্তা ও ফারসি ভাষার মর্যাদা ও বৈশিষ্ট্যকে সংরক্ষণ করেছেন। তাঁর এ কালোত্তীর্ণ বীরত্বগাথা শাহনামা গ্রন্থটি পৃথিবীর প্রসিদ্ধ ভাষাগুলোতে অনূদিত হয়েছে এবং অসংখ্য সাহিত্যামোদীর মনের খোরাক যুগিয়েছে।প্রতিবছরই ইরানি মহাকাব্য কবি ফেরদৌসীর জাতীয় স্মৃতি দিবসে বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিক ও পণ্ডিতরা অংশ নেন। এদিন তার সমাধিতে তারা সমবেত হয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।