ইরানে মধ্যপ্রাচ্যের প্রথম ভূগর্ভস্থ ইকোলজ
পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/11/2960368.jpg)
ইরানে নির্মাণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম ভূগর্ভস্থ ইকোলজ। মধ্য ইরানের সেমনান প্রদেশের গারমসার কাউন্টিতে ইকোলজটি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনও এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় নি।
পর্যটকদের জন্য তৈরি করা ইকোলজ কমপ্লেক্সটির উপরিভাগ মজবুত ভাবে নির্মাণ করা হয়েছে। লজটি ঘিরে গড়ে তোলা হয়েছে একটি ভূগর্ভস্থ শহরও। মাটির উপর থেকে ৮ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এটি তৈরি করতে এক বছরে কাজ করেছেন ৪ হাজার ৩৩০ জন শ্রমিক।
ভূগর্ভস্থ ইকোলজটিতে ১৫টি কক্ষ ও ১টি বড় হল রয়েছে। সঙ্গে রয়েছে একটি দর্শনীয় করিডোর যেখানে গর্ত খোড়ার জন্য যেসব হস্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা সাজিয়ে রাখা রয়েছে। লজটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।