বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, দরখাস্ত আহ্বান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৫ 

news-image

ইরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ইরানের শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রের (এসিইসিআর) অধিভুক্ত ইরানি একাডেমিক্স কুরআনিক সংস্থা (আইএকিউও) মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজন করছে।

ইসলামি উম্মার মধ্যে ঐক্য বৃদ্ধি, পবিত্র কুরআনের সেবা এবং বিশ্বের বিশিষ্ট কুরআনিক পণ্ডিতদের জ্ঞান ভাগাভাগি করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানটি ২০২৫ সালেই অনুষ্ঠিত হবে।

মুসলিম শিক্ষার্থীদের ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে সম্পূর্ণ কুরআন মুখস্থ ও ১৮ থেকে ৪০ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে তাহকিক, তেলাওয়াত- এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন এবং নথিপত্র ও ভিডিও জমা দেয়ার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনলাইনে আগামী মার্চে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পর্ব ইরানে সশরীরে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের তারিখ পরবর্তীতে জানানো হবে।

আরো বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন

call for 7th intl Quran competition