সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিরল প্রজাতির যে গাছ থেকে পাওয়া যায় প্রচুর তেল

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২০ 

news-image

ইউফোর্বিয়া তিরুচল্লি একটি বিরল প্রজাতির উদ্ভিদ। এই গাছটি জন্মায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের শুকনো অঞ্চলে। প্রতি হেক্টর জমির  ইউফোর্বিয়া তিরুচল্লি গাছ থেকে ১০ থেকে ১৫ ব্যারেল পর্যন্ত তেল পাওয়া যায়।

ইউফোর্বিয়া তিরুচল্লি হচ্ছে একটি হাইড্রোকার্বন উদ্ভিদ। গাছটি থেকে বিষাক্ত আঠা উৎপাদন হয় যা চোখে লাগলে অন্ধত্ববরণ করতে হতে পারে। ইউফোর্বিয়া তিরুচল্লি সাধারণত অ্যাভেলজ, পেনসিল ট্রি, পেনসিল ক্যাকটাস, মিল্ক বুশ নামে পরিচিত।

এই উদ্ভিদ প্রজাতিটি ঝোপঝাড় প্রকৃতির বা ছোট আকৃতির। ডালপালাগুলো পেনসিলের মতো পুরু। সবুজ, মসৃণ ও রসালো শাখা-প্রশাখা রয়েছে। ইউফোর্বিয়া সাত মিটার পর্যন্ত লম্বা হয়। বহু সংস্কৃতিতে এটা বিকল্প ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে এটি ক্যান্সার, আঁচিল, টিউমার, হাঁপানি, কাশি, কানের ব্যথা, স্নায়ুজনিত, বাত, এবং দাঁত ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়।

উদ্ভিদটির কাঁটাযুক্ত ডালপালা রয়েছে যা কৃষকরা প্রাকৃতিক সার ও কীটনাশক হিসেবে ব্যবহার করে। গাছগুলোর ফুল হয় তবে খুব কমই তা চোখে পড়ে।

উত্তরপূর্বাঞ্চলীয়, মধ্য ও দক্ষিণ আফ্রিকায় ব্যাপকমাত্রায় ইউফোর্বিয়া জন্মায়। এছাড়া ব্রাজিল, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন ও ঘানায়ও উদ্ভিদটি দেখতে পাওয়া যায়। এসব আঞ্চলে পশ্র-প্রাণীর খাবার কিংবা বেড়া দেয়ার কাজে এটি ব্যবহার করা হয়। সূত্র: তেহরান টাইমস।