সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানে বিনিয়োগের নজিরবিহীন সুযোগ সৃষ্টি হয়েছে’

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৬ 

news-image
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সেইফ বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশটিতে নজিরবিহীন সুযোগের সৃষ্টি হয়েছে। এশীয় বিনিয়োগকারীদেরকে দ্রুত এ সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানান তিনি।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের সঙ্গে সিঙ্গাপুরে আজ(বুধবার) বৈঠক করেন এবং সে সময়ে এ আহ্বান জানান তিনি। এ সময়ে ইরানের উন্নয়ন এবং অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন তিনি। তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বিনিয়োগকারীদের জন্য নজিরবিহীন সুযোগের সৃষ্টি হয়েছে।
ইরানের বিশাল তেল ও গ্যাস রিজার্ভসহ ব্যাপক সক্ষমতার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের রিজার্ভ রয়েছে ইরানে। এ ছাড়া, তেল রিজার্ভের দিক থেকে দেশটি বিশ্বে তৃতীয় বৃহত্তম বলেও জানান তিনি।
তেল এবং গ্যাসের বাইরেও ইরানে ইস্পাত, তামা খনি, ওষুধ, টেলিকম, বিমান, যন্ত্রপাতি, পর্যটন, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সূত্র: পার্সটুডে