বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি বিনিয়োগের ৮০ ভাগ আকৃষ্ট করে খনি-শিল্প খাত

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১ 

news-image

ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ৮০ শতাংশই আকৃষ্ট করে দেশটির খনি ও শিল্প খাত। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য পরিকল্পনা উপমন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি ইরানি বছরের প্রথম ৫ মাসে (২১ মার্চ থেকে ২১ আগস্ট) খনি ও শিল্প খাতে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়, সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে দেশটিতে ৬৮টি প্রকল্প চালু করা হয়। যার মূল্য ৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।