ইরানে বিদেশি বিনিয়োগ তিন গুণ বেড়েছে
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০২০

ইরানের বিরুদ্ধে সর্বাপেক্ষা গুরুতর অবরোধ সত্বেও দেশটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন ইরানের বিনিয়োগ অর্থনীতি ও প্রযুক্তিগত সহায়তা সংস্থার মহাপরিচালক আবোলফজল কুদেহি। বিগত বছরের তুলনায় চলতি বছরে এই বিদেশি বিনিয়োগ বেড়েছে বলে তিনি জানান।
ইরানে বিদেশি বিনিয়োগের ইতিবাচক অবস্থার প্রশংসা করে বুধবার এক ভিডিও কনফারেন্সে কুদেহি বলেন, সর্বাপেক্ষা গুরুতর অবরোধ সত্বেও বিগত বছরের তুলনায় এবছর ইরানে বিদেশি বিনিয়োগ বেড়েছে তিন গুণ।
তিনি জানান, ইরানি বিদেশি বিনিয়োগ বোর্ডের সর্বশেষ সভায় ৪৫টি বিনিয়োগ প্রকল্পের জন্য কিছু লাইসেন্স প্রদান করা হয়েছে। এগুলোর মধ্যে ৩২টি লাইসেন্স নতুন এবং বাকিগুলো বিনিয়োগ উন্নয়নে লক্ষ্যে ইস্যু করা হয়েছে।
ইরানি এই কর্মকর্তার দেয়া তথ্যমতে, এসব প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ১২টি প্রদেশে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।