বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০১৮ 

news-image

চলতি ফারসি বছরের প্রথম ছয় মাসে ইরানে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশেরও বেশি। ইরানের পর্যটন সংস্থার প্রধান আলি-আসগার মুনেসান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মার্কিন হুমকি সত্ত্বেও  এ বছরের প্রথম ছয় মাসে ইরানে বিদেশি পর্যটকদের সংখ্যা ৫১ শতাংশের বেশি বেড়েছে। যেখানে গত বছর বিদেশি পর্যটক বেড়েছিল মাত্র ৪ শতাংশ। বিগত কয়েক দশকের মধ্যে এই প্রবৃদ্ধি নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।

তবে ইরানি এই কর্মকর্তা এসম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লিখিত সময়ে দেশে কত সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে করেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেন নি তিনি।

এরআগে সেপ্টেম্বরে মুনেসান জানান, চলতি বছরের প্রথম ৫ মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় তার দেশে বিদেশি পর্যটক বেড়েছে ৪৫ শতাংশ।

অন্য একটি সূত্রের তথ্য মতে, ২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইরানে বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের সংখ্যা ছিল ৩০ লাখ। গত বছরে ইরান যেখানে মোট ৫০ লাখ বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। সূত্র: তেহরান টাইমস।