শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি পর্যটক ৫০ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৩ 

news-image
ইরানে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) ৪৪ লাখে পৌঁছেছে। গত বছরের এই সময়ের তুলনায় যা ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি।
ইরানের পর্যটনে এই বছরের প্রথম আট মাসে ৪৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৪৪ লাখ বিদেশি দর্শনার্থী বাণিজ্য, চিকিৎসা, তীর্থযাত্রা এবং পর্যটনে অনুপ্রাণিত হয়ে দেশটি ভ্রমণ করেছেন। ইরানের পর্যটন মন্ত্রণালয়ের বিদেশি পর্যটন বিপণন বিভাগের সভাপতি মোসলেম শোজাই মঙ্গলবার এসব তথ্য জানান।
পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, এই বছরের প্রথম সাত মাসে পশ্চিম এশিয়া থেকে ১৮ লাখ দর্শনার্থী ইরানে ভ্রমণ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩১ শতাংশ বেশি। বিদেশি পর্যটকের এই ঢল বাহরাইন, কুয়েত, ইরাক এবং সৌদি আরবকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, এই বছরের প্রথম ছয় মাসে তুরস্ক থেকে প্রায় ২ লাখ ৫৮ হাজার পর্যটক ইসলামি প্রজাতন্ত্র ইরানে এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৬ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস