সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বসবাসরত ৪ লাখ বিদেশিকে করোনা টিকা প্রদান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ 

news-image

গত কয়েকদিনে ইরানে বসবাসরত ৪ লাখ বিদেশি নাগরিককে করোনা ভাইরাসের টিকা দিয়েছে ইরান। শনিবার ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান করিম হেম্মাতি এই তথ্য জানান।

তিনি জানান, নিবন্ধিত বিদেশি নাগরিকদের ইরানিদের মতোই টিকা দেওয়া হচ্ছে। এপর্যন্ত ৪ লক্ষাধিক বিদেশি নাগরিককে টিকা দেওয়া হয়েছে।

হেম্মাতি আরও জানান, অনথিভুক্ত বিদেশি নাগরিকদের অস্থায়ী পরিচিতি পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট ফেডারেশন একটা বাজেট বরাদ্দ দেওয়ার বিবেচনা করেছে।

তিনি বলেন, দীর্ঘ সীমান্ত ও আফগানিস্তানে নতুন রাজনৈতিক পরিস্থিতির কারণে অধিক শরণার্থী ইরানে প্রবেশ করতে পারে। আইআরসিএস সীমান্তগুলোতে মানুষজনকে টিকা দিতে প্রস্তুত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।