মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বঞ্চিতদের আবাসনে ১৮৫ মিলিয়ন ডলার বরাদ্দ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২ 

news-image

আগামী ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ ২০২২ থেকে ২০ মার্চ ২০২৩) বাজেট বিলে ইরানের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আবাসন প্রদানে মোট ৫০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। ইরানি পার্লামেন্ট ‘মজলিস’ এর সদস্য রাহিম জারেহ এই তথ্য জানান।তিনি বলেন, ‘আবাসন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তেল রাজস্ব থেকে ৪০০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় দেড় বিলিয়ন ডলার) পরিমাণ বরাদ্দ রাখার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। খবর ইরনার।রাহিম জারেহ আরও জানান, “আবাসন পরিকল্পনা” এর আওতায় ৯০ হাজার আবাসন ইউনিট নির্মাণের দায়িত্ব ইমাম খোমেইনি রিলিফ ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।