ইরানে বছরের প্রথম কোয়ার্টারে প্রবৃদ্ধি ৬.২ শতাংশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১

চলতি ইরানি বছরেরর প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন) ইরানের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ইরানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিআই) এর সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
প্রতিবদেন মতে, তেল ছাড়া এই প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। খবর ইরনার।
সিবিআই এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বছরের প্রথম তিন মাসে তেল সহ দেশটির জিডিপির পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪৭৭ কোয়াডরিলিয়ন রিয়াল (প্রায় ৮২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার)। আর তেল ছাড়া এই জিডিপির পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ১৪৮ কোয়াডরিলিয়ন রিয়াল (প্রায় ৭৪ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার)। তবে কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব দেখা গেছে। এই খাতে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ৯ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।