ইরানে ফ্লাইট চালু করল এয়ার ফ্রান্স
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০১৬

ইরানে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার ফ্রান্স। ৮ বছর পর ১৭ই এপ্রিল তেহরানের মাটিতে নামল এয়ার ফ্রান্সের বিমান। এদিকে, পহেলা মে থেকে ইরানে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে ডাচ এয়ারলাইন্স কেএলএম। তেহরানে ইমাম খোমেনি ইন্টারন্যাশনালের কর্মকর্তা হামিদরেজা সাইয়েদি এ তথ্য জানান। ২০১৩ সালে কেএলএম ইরানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের পর থেকে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো দেশটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিতে বাধ্য হয়।
এয়ার ফ্রান্স সপ্তাহের রোববার, সোমবার, বুধবার ও শুক্রবার ইরানে ফ্লাইট পরিচালনা করবে। কেএলএম সপ্তাহের তিনদিন অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার ফ্লাইট পরিচালনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
এদিকে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনস ইরানে ফ্লাইট পরিচালনার ইচ্ছে প্রকাশ করেছে। আগামী ১৪ জুলাই থেকে ব্রিটিশ এয়ারওয়েজ ইরানে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ২০১২ সালে ব্রিটিশ এয়ারওয়েজ ইরানে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সূত্র: তেহরান টাইমস