ইরানে প্রথমবারের মতো জব ফটো ও চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০
ইরানে আগামী এপ্রিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইরান ইন্টারন্যাশনাল জব ফটো অ্যান্ড ফিল্ম ফেস্টিভাল (জোবাক্স)। ইরান জব সেন্টারের আয়োজনে এবার চলচ্চিত্র উৎসবটির প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ইরান ইন্টারন্যাশনাল জব এক্সিবিশন (যা সাধারণত জবেক্স নামে পরিচিত) এর সাথে আন্তর্জাতিক এই জব ফটো ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে।
ফটো এবং চলচ্চিত্র প্রদর্শনীতে আটটি প্রধান বিষয়ের উপর নজর দেওয়া হবে। বিষয়গুলি হলো- ১। শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি ২। প্রসাশনিক এবং অর্থনৈতিক ৩। সামাজিক ৪। স্বাস্থ্য ৫। সেবামূলক ৬। কৃষি ও পরিবেশ ৭। কারিগরি ও প্রকৌশল এবং ৮। ডাটা প্রসেসিং।
আন্তর্জাতিক এই জব ফটো ও চলচ্চিত্র উৎসব একক ফটো, ফটো সংগ্রহ ও বিশেষ- এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের স্লোগান ঠিক করা হয়েছে ‘‘নো টু চাইল্ড লেবার’’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।