ইরানে প্রথম দেশীয় তৈরি ইলেকট্রনিক বাসের যাত্রা শুরু
পোস্ট হয়েছে: জুন ৩, ২০২১
ইরানে দেশীয়ভাবে তৈরি প্রথম ইলেকট্রনিক বাস উন্মোচন করা হয়েছে। বুধবার উত্তরপূর্ব ইরানের মাশহাদে আনুষ্ঠানিকভাবে এই বাসের যাত্রা শুরু হয়।
মাপনা গ্রুপ ই-বাস প্রকল্পটি নিয়ে কাজ করছে। গ্রুপের সিইও আব্বাস আলিয়াবাদি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই ইলেকট্রনিক বাস ভবিষ্যতের অংশ এবং পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ের দিক দিয়ে এর গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রকল্পটির জন্য মাপনা গ্রুপের প্রতি আস্থা রাখায় তিনি মাশহাদ পৌরসভার প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানি কোম্পানিগুলো স্বচালিত গাড়ি তৈরির চেষ্টা করছে বলেও জানান তিনি।
আলিয়াবাদি জানান, পৌরসভাকে ১০০টি ই-বাস সরবরাহ করার কথা রয়েছে। এরমধ্যে এবছরের শেষ নাগাদ ১০টি হস্তান্তর করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।