ইরানে প্রতিস্থাপন ওষুধ উৎপাদনে ২০ মিলিয়ন ডলার সাশ্রয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০
ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি অঙ্গ প্রতিস্থাপনে প্রয়োজন এমন একটি ওষুধ দেশীয়ভাবে উৎপাদন করে বছরে ২০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক সাশ্রয় করতে সফল হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি সূত্রে এই তথ্য জানা গেছে।
আইমনোরাল নামের দেশীয় ওষুধটি অভ্যন্তরীণ চাহিদার ৯৫ শতাংশ পূরণ করে। অঙ্গ প্রতিস্থাপন করা রোগীদের ওষুধটি সেবন করার জন্য লেখা হয়। রোগীর শরীর যাতে প্রতিস্থাপিত অঙ্গ প্রত্যাখ্যান না করে সেজন্য এটি শরীরে ইমিউন সিস্টেমকে দমন করে রাখতে পারে।
আইমনোরালের ২৫, ৫০ ও ১০০ গ্রামের তিনটি ডোজ রয়েছে। বছরে ওষুধটির উৎপাদন ও বিক্রয় মূল্য বছরে বিলিয়ন রিয়াল। একই ধরনের বিদেশি নমুনার তুলনায় এটি ৪০ শতাংশ সস্তা। অন্যদিকে. কয়েকটি পরীক্ষায় ওষুধটির উচ্চ মানের প্রমাণ পাওয়া গেছে। সূত্র: তেহরান টাইমস।