ইরানে প্রতিরক্ষা ও জাতীয় পর্যটন দিবসে গাড়ি যাত্রায় অংশ নেবে নারী চালকরা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/09/3564003-1-3.jpg)
ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ ও সেই সাথে জাতীয় পর্যটন সপ্তাহ উদযাপনে বুধবার একটি গাড়ি শোভাযাত্রায় অংশ নেবে দেশটির কিছু সংখ্যক নারী গাড়ি চালক। ট্যুরিং অ্যান্ড অটোমোবাইল ক্লাব অব ইসলামিক রিপাবলিক অব ইরানের (টিএসিআই) আয়োজনে মাজান্দারান প্রদেশের উত্তরের নামাক আবরুদ গ্রাম ও তেহরানের মধ্যখানে দুদিন ব্যাপী এই গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সমাবেশকালে কঠোর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনে চলা হবে। ১৯৬০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের স্মরণে ইরানে প্রতি বছর পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে কয়েকটি কর্মসূচি পালন করা হয়। প্রতি বছর ২১ সেপ্টেম্বর প্রতিরক্ষা সপ্তাহ শুরু হয় আর জাতীয় পর্যটন সপ্তাহ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। সূত্র: তেহরান টাইমস।