ইরানে পুনরায় খুলে দেয়া হলো সিনেমা হল
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২০

ইরানে বুধবার দেশব্যাপী পুনরায় খুলে দেয়া হলো সব সিনেমা হল। পুনরায় চালু করার দিনে নতুন ছবি ‘লোকাল অ্যানেসথেসিয়া’ ও ‘আবাদান ১১৬০’’ দেখানো হয়েছে। একথা জানিয়েছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রণলায়ের স্ক্রিনিং কাউন্সিলের সচিব মোরতেজা শায়েসতেহ।
তিনি বলেন, করোনা ভাইরাস মহামারির মধ্যে মানুষের সিনেমা হলে যাওয়া নিয়ে সংশয় ছিল। তাই সিনেমা হলগুলোতে জনপ্রিয় ছবিগুলো দেখতে পুনরায় দর্শক ফেরাতে যথাযথ কর্মসূচির প্রয়োজন। সিনেমা হলগুলোকে বাঁচাতে কিছু ভালো ও উচ্চমানসম্পন্ন চলচ্চিত্র দেখানো হবে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।