ইরানে পার্থিয়ান, সাসানী ও ইসলামি যুগের মুদ্রা পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২১

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে চলতি ইরানি বছরের শুরু (২০ মার্চ ২০২০) থেকে ১৩০টি ঐতিহাসিক মুদ্রা পুনরুদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে মুদ্রাগুলো আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে। প্রাদেশিক পর্যটনের উপপ্রধান মোজতাবা শাফিয়েই সোমবার এই তথ্য জানান।
তিনি জানান, মুদ্রাগুলো পার্থিয়ান যুগ (২৪৭ খিস্ট্রপূর্ব থেকে ২২৪ খ্রিস্টাব্দ), সাসানী যুগ (২২৪ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ) এবং ইসলামি যুগের। প্রদেশজুড়ে থাকা ঐতিহাসিক স্থানগুলোতে কয়েকটি প্রত্নতাত্ত্বিক খনন অভিযানে এগুলো আবিষ্কৃত হয়েছে। নিকট ভবিষ্যতে অন্যান্য আরও ২শটি মুদ্রা পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।