ইরানে নির্মিত হলো বিশাল গ্রিনহাউজ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০১৬

ইরানের দক্ষিণাঞ্চলে হোরমোজান প্রদেশের রোওদান কাউন্টিতে ১১ হেক্টর এলাকা জুড়ে বিশাল এক গ্রিন হাউজ নির্মাণ করা হয়েছে কৃষি চাষাবাসের জন্যে। দেশটির কৃষিমন্ত্রী মাহমুদ হোজ্জাতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, বেসরকারি খাতে এধরনের আরো গ্রিনহাউজ তৈরি করা হবে।
নির্মিত এ গ্রিনহাউজে ১২০ জন মানুষ সরাসরি কাজ করার সুযোগ পাবে। এছাড়া আরো আড়াই’শ মানুষ পরোক্ষভাবে এ কৃষি চাষাবাদ, উৎপাদিত ফসল প্রক্রিয়া ও বাজারজাতের সঙ্গে জড়িত থাকবে। তবে এ গ্রিনহাউজে মরিচ চাষকে প্রাধান্য দেয়া হবে এবং রাশিয়া সহ ৬টি দেশে তা রফতানি করা হবে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন