রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ধূলিঝড়ে প্রাচীন শহরের উন্মোচন

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০১৭ 

news-image
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজে শক্তিশালী এক ধূলিঝড়ে প্রাচীন এক শহরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রবল ধূলিঝড়ে বালু উড়ে যাওয়ার পর মাটির নিচে বিভিন্ন ভবন ও স্থাপনার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। গত ৪ এপ্রিল মঙ্গলবার অন্তত ৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে  ঐতিহাসিক এই স্থাপনার অস্তিত্ব মিলেছে বলে ফাহরাজের গভর্নর গোলামরেজা নেজাত-খালেকির বরাত দিয়ে খবর অনলাইন এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখেছে। প্রত্নতত্ত্ববিদরা সেখানে গিয়ে মাটি খুঁড়ে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে তারা জানতে পারবেন মাটির নিচে লুপ্ত ওই ঐতিহাসিক স্থাপনাগুলোর বয়স কত।
এমনিতেই ইরানের কেরমান প্রদেশে অনেক ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনের স্থান হিসেবে এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রাচীন বাজারমসজিদশহরসরাইখানা দেখতে কেরমানে পর্যটকরা সারাবছরই গমন করে থাকেন। সূত্র: তেহরান টাইমস