ইরানে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হলেন হাসান রোহানি
পোস্ট হয়েছে: মে ২১, ২০১৭
ইরানে দ্বিতীয় দফায় আরও চার বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান রোহানি। তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের ৩৮.৫ শতাংশ।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি শনিবার বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোস্তফা মীরসালিম পেয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ২১৫ ভোট এবং মোস্তফা হাশেমি তাবা পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের ৫ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এবারের নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে।এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রুহানির সমর্থকরা রাস্তায় এসে আনন্দ উল্লাস করেন।
শুক্রবার ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।
সূত্র: প্রেসটিভি।