ইরানে দেশব্যাপী ২৪শ পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন
পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২১

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশব্যাপী ২ হাজার ৪শটি সম্প্রদায়-ভিত্তিক পুনর্বাসন (সিবিআর) কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রগুলো উদ্বোধন করেন।
সিবিআর কেন্দ্রগুলোকে ফারসিতে মোসবাত-ই জেন্দেগি বলা হয়। যার আক্ষরিক অর্থ জীবন সংযোজন। ছোট ছোট এই সামাজিক কল্যাণমূলক সংস্থাগুলো গ্রাহকদের প্রায় ২২টি সেবা দিয়ে থাকে।
তেহরান ওয়েলফেয়ার অরগানাইজেশনের প্রধান আমিন শাহরোখি বলেন, এসব কেন্দ্রগুলোর মধ্যে ২০৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে তেহরান প্রদেশের ১৬টি শহরে। সূত্র: তেহরান টাইমস।