ইরানে তৎপর ৭শ’ নারী উদ্যোক্তা
পোস্ট হয়েছে: মে ১৭, ২০১৮
ইরানে অন্তত ৭শ’ নারী উদ্যোক্তা অর্থনৈতিক কর্মকাণ্ডে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রীর উপদেষ্টা পারিচের সোলাতানি। নারী উদ্যোক্তাদের জন্যে বিশেষ ঋণ দেওয়া হচ্ছে ইরানের শিল্প পার্কে। ক্ষুদ্র শিল্পে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইলেক্ট্রনিক্স, রসায়ন ও সেবাখাতে নারী উদ্যোক্তারা বেশ এগিয়েছেন। এছাড়া খাদ্য ও ধাতব শিল্পেও নারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। এমনকি ইরানের নারী উদ্যোক্তারাদের পণ্য রফতানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এজন্যে ১০ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। তাদের জমি দেয়া হচ্ছে মাত্র ৫ ভাগ মূল্য পরিশোধের মাধ্যমে। এরপর ৬০টি কিস্তিতে জমির মোট মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। একই সঙ্গে কোনো বাণিজ্য মেলায় অংশ নিতে নারী উদ্যোক্তাদের দেয়া হচ্ছে ১২শ’ মার্কিন ডলারের বিশেষ সুবিধা। খোরাসান রাজাভি, ইসফাহান ও তেহরান থেকে অধিকাংশ নারী উদ্যোক্তা রয়েছেন এগিয়ে। তেহরান টাইমস