শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তৈরি গাড়ির মান নিশ্চিত করতে সতর্ক করলেন রুহানি

পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০১৬ 

news-image

ইরনের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে আন্তর্জাতিক অটোমোবাইল সম্মেলনে গাড়ি তৈরি প্রতিষ্ঠানগুলোকে মান নিশ্চিত করতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, মান নিশ্চিত করতে না পারলে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে যে সব বিভিন্ন সুযোগ দেয়া হয় তা আর বহাল থাকবে না।একইসাথে গাড়ি আমদানি বন্ধ করে রাখাও সম্ভব হবে না।

রুহানি বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে অবশ্যই গাড়ি তৈরি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত উৎকর্ষতা আনতে হবে ও মানের দিক থেকে তা নিশ্চিত করতে হবে। এর আগেও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের গাড়ি উৎপানদকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিলেন।

ইরানের প্রেসিডেন্ট এমন এক সময় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিলেন যখন তার দেশে বিদেশি গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে এবং বিদেশি গাড়ি তৈরি প্রতিষ্ঠানগুলো ইরানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাচ্ছে। তিনি এধরনের প্রতিষ্ঠানগুলোকে মনে করিয়ে দেন যে সরকার চিরদিন তাদের বিশেষ সুবিধা দিয়ে যাবে না। তাদেরকেই প্রতিযোগিতায় উন্নত ও মানসম্পন্ন গাড়ি উৎপাদন করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হবে।

রুহানি বলেন, আমদানি বাতিল ও বিদেশি গাড়ির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করে চিরদিন স্থানীয় পর্যায়ের গাড়ি উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে না। স্থানীয় গাড়ি উৎপাদকদের যে সুবিধা দেয়া হচ্ছে তার একটি সুনির্দিষ্ট সময় সীমা থাকা উচিত বলেও রুহানি অভিমত দেন। শিল্পকে অবশ্যই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তার সক্ষমতা ও দক্ষতার ওপর জোর দিতে হবে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন