ইরানে গ্রামীণ পর্যটনের প্রসারে ১৬ গ্রাম বাছাই
পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২০

ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশে গ্রামীণ পর্যটন জোরদারের লক্ষ্যে উচ্চ সম্ভাবনাময়ী টার্গেট হিসেবে ১৬টি গ্রামকে নির্বাচন করা হয়েছে। মোট ৫৪টি গ্রাম থেকে এগুলোকে বাছাই করা হয়েছে। বুধবার প্রাদেশিক পর্যটন উপপ্রধান আহমাদ দিয়ানারি এই ঘোষণা দিয়েছেন।
বাছাইকৃত এসব গ্রামে পর্যটন অবকাঠামোর উন্নয়নে একশ বিলিয়ন রিয়াল (প্রায় ২ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে।
খুবই বৈচিত্র্যময় প্রকৃতির দেশ ইরানে প্রকৃতপ্রেমীদের জন্য রয়েছে নানা আকর্ষণ। দর্শনার্থীরা যাযাবর বা পল্লি পরিবারের সাথে সময় কাটাতে পারেন। অথবা স্বাধীন ভাবে সময় উপভোগ করতে পারেন। এছাড়া ইরান বহু ঐতিহাসিক প্রাসাদ, পান্থনিবাস, গোসলখানা, মাদ্রাসা এবং অন্যান্য বহু স্মৃতিস্তম্ভের দেশ। সূত্র: তেহরান টাইমস।