ইরানে গ্যাস উপজাত পণ্য উৎপাদন ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে
পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০১৬
ইরানে গ্যাস থেকে উপজাত পণ্য যেমন কনডেনসেট, সালফারসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে কুড়ি ভাগ। ফার্সী বছরের গত ১১ মাসে এ উৎপাদন বেড়েছে। দেশটির গ্যাস কোম্পানি এনআইজিসি’র অপারেশন ম্যানেজার আবদুলহোসেইন সামারি এ তথ্য জানিয়ে বলেছেন, গ্যাস থেকে বিভিন্ন ধরনের উপজাত পণ্য একই সময়ে উৎপাদন হয়েছে ২৩৪ মিলিয়ন ব্যারেল। খবর আইআরআইবি’র
সামারি বলেন, সালফার উৎপাদনও একই সময়ে বেড়েছে ৭ ভাগ। গত বছর ইরানে সালফার উৎপাদন হয় ৯ লাখ ১৭ হাজার টন। গত ১১ ইরানি মাসে এলপিজি’র উৎপাদন ৩৫ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ২১ মিলিয়ন ব্যারেলেরও বেশি। এছাড়া গ্যাস পরিশোধন ক্ষমতা ৭ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬২ বিলিয়ন ঘনমিটার। আগামী আড়াই বছরের মধ্যে ইরান বর্তমানের চেয়ে দ্বিগুণ গ্যাস উৎপাদন করে দিনে এক বিলিয়ন ঘনমিটারে উন্নীত করবে।
ইরানের গ্যাস মজুদ রয়েছে ৩৪ ট্রিলিয়ন ঘনমিটার। দেশটি অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে জালানি উৎপাদন বৃদ্ধি করছে। সূত্র: তেহরান টাইমস