শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে খেজুর রফতানি থেকে বছরে আয় ৩০০ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০১৭ 

news-image

ইরানের দক্ষিণাঞ্চলীয় হর্মোজগান প্রদেশ থেকে বছরে রফতানি করা হয় প্রায় ১০ হাজার টন খেজুর। একাকী এই এক প্রদেশ থেকে প্রতি বছর দেশটির আয় হয় প্রায় ৪০ মিলিয়ন ডলার। অন্যদিকে, মোট খেজুর রফতানি থেকে ইরানের বছরে আয় হয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

হর্মোজগানের এগ্রিকালচারাল জিহাদ অর্গানাইজেশনের কর্মকর্তা হাসান হোসেইনি সংবাদ সংস্থা ইরনাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একাকী হর্মোজগানের ৩৭ হাজার হেক্টর খেজুর বাগানে প্রায় ১ লাখ ৪০ হাজার টন খেজুর উৎপাদন হয়। এ থেকে বছরে রফতানি করা হয় ১০ হাজার টন।

ফিনানসিয়াল ট্রিবিউনের খবরে বলা হয়, খেজুর উৎপাদনে বিশ্বে ইরানের অবস্থান দ্বিতীয় এবং বিশ্বের বৃহত্তম খেজুর রফতানিকারক দেশ ইরান। গত ইরানি বছরে (২১ মার্চ ২০১৬ থেকে ২০ মার্চ ২০১৭) দেশে খেজুর উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ টন।

উৎপদানের ২০ ভাগ খেজুর ইউরোপ, নর্থ আমেরিকা, ফার ইস্ট ও রাশিয়ায় রফতানি করা হয়। এতে ইরানের আয় হয় প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।  সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।