ইরানে কোভিরানের তৃতীয় ক্লিনিকাল ট্রায়াল শুরু
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১
ইরানি গবেষকদের তৈরি প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ এর মানব পর্যায়ে তৃতীয় ট্রায়াল শুরু হয়েছে। তৃতীয় ধাপে মোট ২০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটি প্রয়োগ করা হবে।
রোববার ‘কোভিরান বারেকাত’ এর ক্লিনিকাল ট্রায়ালের প্রধান মিনু মোহরাজ প্রথম টিকা গ্রহণ করেন।
ইরানি টিকাটি গত বছরের ২৯ ডিসেম্বর উন্মোচন করা হয় এবং ২৯ মার্চ থেকে টিকাটির গণউৎপাদন শুরু হয়েছে। মাসে উৎপাদন করা হবে ৩০ লাখ ডোজ। আশা করা হচ্ছে, বসন্তের শেষ নাগাদ দেড় কোটি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে। সূত্র: তেহরান টাইমস।