রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ফিরলো অতীত গৌরবে

পোস্ট হয়েছে: মে ১০, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণপশ্চিম অঞ্চলীয় কোহগিলুয়েহ ও বয়ার আহমাদ প্রদেশের মোট দশটি ঐতিহাসিক ভবন ও প্রাচীন কাঠামো পুনরুদ্ধার কার্যক্রম শেষে ফিরিয়ে আনা হয়েছে অতীত গৌরবে। সম্প্রতি এসব স্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এমন তথ্য জানিয়েছেন প্রাদেশিক পর্যটনের উপপ্রধান রহিম দাদিনেজাদ।

বুধবার তিনি বলেন, পুনরুদ্ধার প্রকল্পগুলোতে ১৩ বিলিয়ন রিয়াল ( প্রায় ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়। খবর ইরনা’র।

ইরানি এই কর্মকর্তা জানান, পুনরুদ্ধার করা কাঠামোগুলো হলো চোরাম দুর্গ, আজিজি ক্যাসেল, পাটাভেহ ব্রিজ এবং প্রাচীন শহর বেলাদ শাপুর। প্রাদেশিক  সাংস্কৃতিক ঐতিহ্য দপ্তর আরও কিছু মূল্যবান ঐতিহাসিক কাঠামোকে জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্তির জন্য কাজ করছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।