শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে এক লাখ বছরের আগের জীবাশ্মযুক্ত দাঁত আবিষ্কার

পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২১ 

news-image

ইরানের পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলের গুহা থেকে পাওয়া একটি জীবাশ্মযুক্ত দাঁত ১ লাখ বছরের আগের হতে পারে বলে জানিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী আলি আসগার মুনেসান।

সোমবার তিনি বলেন, বছর কয়েক আগে কাজভিন প্রদেশের আভাজ কাউন্টির কাল-ই কোরদ গুহায় দাঁতটি আবিষ্কার করা হয়। কিন্তু কার্বন-১৪ ডেটিং পদ্ধতিতে নিয়ান্ডারথাল দাঁতটির বয়স অনুমান করা সম্ভব হয়নি। তাই আমরা এটির বয়স বের করতে অন্যান্য দেশের সাহায্য নিই। এতে ধারণা করা হয়, দাঁতটি একশ হাজার বছর আগের।  

প্রাদেশিক পর্যটনের প্রধান আলিরেজা খাজায়েলি জানান, পরবর্তীতে অঙ্গটি ফ্রান্স ও আমেরিকার দুটি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে পরীক্ষায় দেখা গেছে, এটি ইরানের সবচেয়ে প্রাচীনতম নিয়ান্ডাথাল সভ্যতার সাথে সংশ্লিষ্ট। সূত্র: তেহরান টাইমস।