রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে উদযাপিত হলো তৃতীয় আরাক টিউলিপ উৎসব

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২১ 

news-image

ইরানে এখন বসন্তকাল চলছে আর এরই মধ্যে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে উদযাপিত হলো তৃতীয় টিউলিপ উৎসব।


আরাক বাগানে টিউলিপ ফুল
চলমান করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপের কারণে এ উৎসব কেন্দ্রে কোনও দর্শকের সমাগম ছিল না। তারপরও ইরানে অন্যান্য শহরের তুলনায় এখানে বিচিত্র রং এবং প্রজাতির টিউলিপ ফুলের উপস্থিতি সবার দৃষ্টি আকৃষ্ট করবে।


৮০০০ বর্গমিটারের আরাকের এ টিউলিপ বাগানে শোভাবর্ধন করছে ৪৩ প্রজাতি এবং রঙের ১ লাখ ২০ হাজার টিউলিপ। এ ছাড়াও ছিল আরো নানা প্রজাতির ফুল ও উদ্ভিদ লতাপাতা।


টিউলিপ ফুল
ইরানের মেহের নিউজ এজেন্সির আলোকচিত্রী বাহনাম ইউসুফির ক্যামেরায় উঠে এসেছে টিউলিপ উৎসবের অপার ও দৃষ্টিনন্দন সৌন্দর্য। পার্সটুডে