শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে উচ্চশিক্ষায় ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০ 

news-image

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১২৯টি দেশের ৪০ হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এই তথ্য জানিয়েছেন বিজ্ঞান মন্ত্রণালয়ের বিদেশি শিক্ষার্থী বিষয়ক পরিচালক আব্দোল হামিদ আলিজাদেহ।

তিনি জানান, বর্তমানে ইরানের মোট ছাত্রছাত্রীর এক শতাংশ বিদেশি শিক্ষার্থী। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (২০১৬-২০২১) আওতায় এই সংখ্যা বাড়িয়ে ১ দশমিক ৮ শতাংশে উত্তীর্ণ করতে হবে।

আলিজাদেহ বলেন, ৪০ হাজার বিদেশি শিক্ষার্থীর মধ্যে ২৯ হাজার বিজ্ঞান মন্ত্রণালয় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশুনা করছে। আর বাকিরা পড়ছে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে। বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেবার মান বাড়াতে দেশব্যাপী ১৫টি প্রদেশে কনসুলার অফিস স্থাপন করেছে। সূত্র: তেহরান টাইমস।