ইরানে ইউরেশিয়া এক্সপোতে ১০০ বিদেশি ফার্ম
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3814401.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আয়োজিত প্রথম এক্সক্লুসিভ এক্সিবিশন ইউরেশিয়া এক্সপো ২০২১ এ অংশ নেবে ১০০ বিদেশি কোম্পানি। আগামী মাসের ৯ থেকে ১২ জুলাই মেলাটি অনুষ্ঠিত হবে।
মেলার কমিশনার আলিরেজা জাফরি শনিবার জানান, ইউরেশিয়া অর্থনীতি পরিষদের (ইএইইউ) ১০০ কোম্পানি মেলায় অংশ নেবে। তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে এই প্রদর্শনীর আয়োজন করা হবে।
তিনি আরও জানান, রাশিয়া থেকে প্রায় ৩০টি, কিরগিজস্তান থেকে ৩০টি এবং আর্মেনিয়া ও কাজাখস্তান থেকে দশের অধিক কোম্পানি অংশ নেবে। এছাড়া এবারের প্রথম পর্বে বেলারুসের কোম্পানিও যোগ দেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।