ইরানে আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২০
ইরানের ইসফাহানে শুরু হলো আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব (আইসিএফএফ)। রোববার (১৮ অক্টোবর) উৎসবের এবারের ৩৩তম পর্বের উদ্বোধন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত অমিদ টিভি, আইআরআইবি ইসফাহান টিভি ও তিভা ইন্টারেক্টিভ টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারির কারণে আইসিএফএফ এর এবারে পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়। ইসফাহানের একটি সাংস্কৃতিক কেন্দ্রের ছাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং টিভিতে তা সম্প্রচার করা হয়। উৎসবের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসবের পরিচালক আলিরেজা তাবেশ ও ইসফাহানের মেয়র কোদরাতোল্লাহ নোরৌজি। আশপাশের বাসাবাড়ির পাঁচ শতাধিক বাসিন্দা বিনোদনমূলক অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।