ইরানে আন্তর্জাতিক বই মেলায় ৬ হাজার প্রকাশক
পোস্ট হয়েছে: মে ৪, ২০১৬

তেহরানে ২৯তম আন্তর্জাতিক বই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৬ হাজার প্রকাশক তাদের প্রকাশিত ১ লাখ ৬০ হাজার বই প্রদর্শন করছে। ইংরেজি ও আরবি ভাষা ছাড়াও বিভিন্ন ভাষার বই এই মেলায় পাওয়া যাবে। এসব বইয়ের অধিকাংশ গত তিন বছরে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশক প্রতিষ্ঠান জন উইলি এন্ড সন্স তাদের সর্বশেষ প্রকাশিত বই নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। রাশিয়ার ফেডারেল এজেন্সির সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক পরিচালক মিখাইল সিভিদকই আগামী ৫ মে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ‘টুমারো ইজ টু লেট টু রিড’ অর্থাৎ আগামী কাল বই পড়ার জন্যে অতি বিলম্ব সময় এমন থিম হচ্ছে এবারের আন্তর্জাতিক বই মেলার বিবেচ্য বিষয়। মেলা চলবে আগামি ১৫ মে পর্যন্ত।
সূত্র: তেহরান টাইমস